খুশির ডালা
   শম্পা ঘোষ


অনেক কিছু চাইছে মন
          এখনো আছে তোলা
  পা ভেজাবো গ্রীষ্মকালে
              কোথায় সে কলতলা?
  
অনেক কিছু চাইছে মন
            এখনো আছে তোলা
  লাল তেঁতুলে কামড় দেবো
                     বাড়াই শুধু নোলা।


অনেক কিছু চাইছে মন
            এখনো আছে তোলা
     স্নান করবো পুকুরেতে
                 জলকে করবো ঘোলা।


অনেক কিছু চাইছে মন
            এখনো আছে তোলা
     সুন্দর একটা বন্ধু পাবো
                    হোক না সে ভোলা।


অনেক কিছু চাইছে মন
             এখনো আছে তোলা
    মেলাই কখন ঘুরতে যাবো
                     খাবো ভাজা ছোলা।


অনেক কিছু চাইছে মন
           এখনো আছে তোলা
   চুরি করে আচার খাবো
                পাবো যে কানমলা।


অনেক কিছু চাইছে মন
            এখনো আছে তোলা
    কুড়িয়ে আনা বকুল ফুলে
                  গাঁথবো বসে মালা।


অনেক কিছু চাইছে মন
           এখনো আছে তোলা
    সেই স্নেহ,প্রীতির বন্ধনটা
                 দিচ্ছে কেনো দোলা।


অনেক কিছু চাইছে মন
           এখনো আছে তোলা
  না পাওয়ারা রয়েই গেলো
          ওতে ভরিয়ে দিলো ঝোলা।


                   ********
                        ***
                          *
                     "৭-১৮-২৩"


রাখীবন্ধনের প্রীতি ও শুভেচ্ছা রইল আসরের সকল দাদা ও ভাইদের প্রতি।