কোলাজ ভরা স্বপ্ন
   শম্পা ঘোষ


জীবনের কল্কা
আঁকা থাকে মনেতে
স্বপ্নরা রঙমেখে
ছড়াই যে তুলিতে
ফুটে ওঠে কান্না
ফুটে ওঠে হাসিতে।


স্মৃতির দেওয়ালটা
ভরে গেছে ছবিতে
শিল্পী নাইবা হলে
ওই দুটি হাতেতে
কোলাজের বন্ধন
ধরা দেয় আঁখিতে।


প্রদর্শনী হতে পারে
ছোটো খাটো মেলাতে
হয়ত তারও বেশি
চিত্রশালাতে
রঙ তুলি ভরে যাবে
স্বপ্নের ডালিতে।


দিও মর্যাদা মূল্য
যেটা পাবে নাগো মানিতে
কত ছবি ফুটে ওঠে
এক তুলির টানিতে
রামধনুর স্বপ্নরা
ভরে যাক জীবনেতে।


**********
    *******
       ****
          *