মিতার খোঁজে
            শম্পা ঘোষ


  আবেগের মনোবলে কাকে যেনো চেনা
     সবকিছুর পরেও হয় নাকো জানা
   মানহীন ভালোবাসা হয় না যে গোনা
স্বপ্নতে বিছিয়ে রাখে সুতো দিয়ে বোনা।


    ছলছল চোখে কয় কথা অবিরত
   নিজের গভীরে খোঁজে চেতনায় নত
   কত কিছু করার ছিলো হয়েছে গত
  আজটাকে দেখে যাবে করবে সে ধৃত।


শব্দরা লুকিয়ে থাকে বলে নাতো কথা
ঝোলা নিয়ে ব্যস্ত শুধু জড়ো করে ব্যথা
  আঁচড়ের দাগে তাই ভরে ওঠে পাতা
  নীরবে লুকিয়ে কাঁদে কত পরিণীতা।


জীবন তো দেখেছিলো সতী ওই সীতা
কেনো সেও পাইনি তার আসল মিতা?


      ****************
              *********
                   !!!!!!
                 "৪-৮-২১"