যৌবনেরই প্রাতঃকালে
কোকিল ডাকে মনের দ্বারে
        বসন্তের ঐ মৃদু হাওয়ায়
           বকুল ফুলটি পড়ল ঝরে।
                                                      
সুগন্ধ তার মুঠোয় ভরা
     বেহুশ হয়ে গন্ধ মাখে
        হৃদয় জুড়ে কিসের খেলা
                 কে তারে শান্ত রাখে।


প্রতীক্ষায় রয় ক্লান্ত দুপুর
   প্রেমের ছটা লাগলো গায়ে
          চঞ্চল মন এতই ব্যাকুল
              সময় কখন গেলো বয়ে।


নিঃশ্বাসে বয় বৈশাখী ঝড়
      হৃদয়টারে ভাঙতে থাকে
         পথের ধারে আচেনা পথিক
              আশ্রয় খোঁজে তারই বুকে।


হোঁচট খেয়ে থমকে দাঁড়ায়
                মুহূর্তটি আনমনা
           শরীর খানি কেঁপে ওঠে
                আঁখি দুটি বড়ই চেনা।


গভীর রাতে স্বপ্নে ভাসে
   দিনের আলোয় করি সন্ধান
        ভালোবাসার অর্থ খোঁজে
     ঐ চোখেতেই আছে অভিধান।


হৃদয়ে ফুটলো গোলাপ
     ভ্রমর এসে করে গুঞ্জন
       কানে কানে শোনায় কথা
        মনের মাঝে জাগে শিহরণ।


অদ্ভূত এক অনুভূতি
  জাগিয়ে রাখে দিনেরাত
     জাগরণ ঘটলো প্রেমের
       যৌবনের এই সুপ্রভাতে।


    *************
       *********
          ******
            ****