রবির কিরণ
           শম্পা ঘোষ


দ্বোর গোড়ায় দাঁড়িয়ে বাজায় শঙ্খ
           রবি ঠাকুর ওঠো,তুমি ওঠো,
             আজ তোমাকে বড় দরকার...


তুমি তো আমাদের জীবনের সঙ্গে জড়িত,
            তুমি তো আলাদা নও?
                 প্রতিদিন প্রভাবিত হই-
       তোমার ছিটকে পড়া আলোর কিরণে,
                  আজকে সেই দিন করি স্মরণে...  


আমাদের মননকে জাগিয়ে তোলো বারবার,
            তুমি যে আলোর আধার...


আমরা ঋনী তোমার দীপ্ত ছটায়,
    কারা যেনে গেয়ে ওঠে ছাতিম তলায়...
       "তুমি নব নব রূপে এসো প্রাণে,
         এসো গন্ধ বরনে,এসো গানে"...


তুমি আছো শ্বাসে,নিঃশ্বাসে,
                  বাঁচার উচ্ছাসে,
                        আছো পাশে...  


তুমি আমাদের রবি,হে বিশ্বকবি,
                    করি তোমারে নাম,
        তোমার চরণে রেখে গেলাম-
    ভক্তিপূর্ণ প্রণাম।


      ********************
             *************
                   ******
               "২৫শে বৈশাখ"
                 "৫-৯-২৩"