তিলে তিলে ভরপুর
              শম্পা ঘোষ


  কি হাল হলো আজ মানসীর পাতায়
   নিংড়ানো শব্দ ঘষে যাঁতায় যাঁতায়,
   ডাল ভাঙ্গা ভাবনায় বড়ি দেবে কত
   করে গড়গড় শব্দ লিখে চলে শত,
   রোদ নাই বরষায় ভুয়ো ধরে যায়
   অপচয় নাজেহাল দুটি চোখে চায়,
ওভেনের ভাবনাটা আসে নিতো আগে
  সুযোগের ভরসায় শুকাতে যে লাগে,
  শুক্তো রাঁধবে বলে আয়োজন করছে
  উপাদানে ঘাটতি রাঁধুনী কে হয়েছে?
  ঐতিহ্য রাখতে জানে কয় জন আর
  ঢাকনা খুলে বলে চাখো না একবার?
  আমি আমি দেখানোর ভাবখানি ব্যস্ত
তিল দিয়ে কাজ চলে লাগে নাকো পোস্ত।


         ****************
                *********
                       ***
                    "৬-২-২২"