মেঘমুক্ত শরতের ঐ ধূসর আকাশ
নদীর ঐ স্বচ্ছজলে ঝলমল করছে
নদীর ধারের কাশফুল গুলো
যুবতি বিধবার শাড়ির আচলের মত দুলছে
একবার ডানে একবার বামে
মনে হচ্ছে বাতাসের সাথে খেলছে
নিচের ঘাসগুলো শিশিরের জলে ভিজে সজীব হয়ে উঠেছে
বসে সেই কাশ আর ঘাসের আড়ালে
ভাবি আজ যদি তুমি থাকতে তবে-
ঐ আকাশে রিমঝিম বৃষ্টি ঝরত
কাশফুলের রঙ সাদা থেকে রঙ্গিন হতো
শিশির ভেজা পা আলতায় রাঙ্গিয়ে দিতাম
আজ যদি তুমি থাকতে তবে-
বার বার বলতাম ভালবাসি ভালবাসি ভালবাসি
                                                  (ফুল)