বলি ওহে সত্য ব্যাপারি সত্য নিয়ে যাও
সত্যের নামে তুমি মিথ্যার তরী বাও
নদীর ভেতর কালো জল,একুল ওকুল পানি
পৃতিবী তুমি কতটা সত্য তা আমি জানি
নদীর বানে উছালায়ে জল,
পাপের ভারে পৃথিবী আজ টলমল
সত্য বল ,সুপথে চল বলছে সকল নীতিবান
সত্যের ফল নিতে মেনে সকলের হারায় জ্ঞান
যতই কর ছলাকলা ,
হারাবে তোমার ষোল আনা
দিন শেষে পড়বে ধরা
বিবেক তোমায় পরাবে হাত কড়া
বিবেককে দিয়ে ফাকি অন্যায়কে করেছো ন্যায়,
মিথ্যা বলে তিলকে করেছো তাল
শুধিতে হবে সকল ঋণ অনুশোচনার কান্নায়
ভাবছিলে পৃথিবী পাপময়,নাই পূণ্যের সুযোগ
তবে আমার প্রশ্ন এই,ছিলে সৎ কেন হলে অসৎ?
                                (ফুল)