সন্ত্রাসী আততায়ীর শেলে,
নিহত হবার কালে,
নিরস্ত্র চেয়েছিল তোমার সাথ।
শুননি আর্তনাদ
বাঁচাওনি নিরীহরে
বাড়াওনি তব হাত।
ধর্ষিতা নারীর করুন আর্তনাদে
হেসে উঠেছ তুমি পরমানন্দে
বাঁচাওনি তারে, দাওনি
বিশ্বাসের দাম কোন কালেভদ্রে।
বরং, ধর্ষকের দায়মুক্তির তরে,
চার পুরুষ স্বাক্ষীর পাগলামীর ফেরে
প্রমান দিলে তুমি উৎপীড়ক এর গুরু।
তুমি নাকি আবার মহামহিম,
সর্বশক্তিমান বিধাতা?
তুমি কি সেই অথর্ব ঈশ্বর?
করুনাময় দাতা (!)
কেন তুমি এতো পাপিষ্ঠ
মানুষ হয়না ততো নিকৃষ্ট।
শক্তিমানের রূপে কর অনাচার।
যত দুরাচার ভ্রষ্টাচার অবিচার।
শক্তিমানেরাই করে তোমায় অলংকার,
স্বার্থসিদ্ধির তরে তোমার রূপক প্রচার।