গ্রহনে ছিল যাকে নিদারুন অবহেলা
গৃহীত হল সে ভেবে ভাসমান ভেলা।
দেখিনি তাকে কভু সহ-মনযোগে
দেখিলাম ফিরে তার নিত্যান্ত অনুযোগে।
আজ দেখিলাম তাকে স্বীয় রূপের বাহারে
হেরিনু এরূপ কভু সরল দৃষ্টির গোচরে
অনন্য যে তুমি সদা রয়েছো অগোচরে
যত দেখি মুগ্ধ হই বিস্ময়ে বারে বারে
নীলিমার নীলাভ আলোয় উদ্ভাসিত ধরনীতল
জোস্নার স্নিগ্ধতায় আজি স্তব্ধ কোলাহল।।