তব পথপানে নিষ্ফল অভিমানে
চেয়ে থাকি নিষ্পলক প্রতীক্ষায়।
তুমি আসিবেনা জানি নিয়তি বলেই জ্ঞানি
তবু মোর অনন্ত এই অপেক্ষা।
তীব্র আবেগে খুঁজি তোমায় পরম মমতায়।
কায়াকেই ভাবি ছায়া মিছে সান্তনায়।
আজ তুমি মোহাবিষ্ট হয়ে অদৃশ্য আদিষ্ট
আপন ভুবনে বিভোর পরম নেশায়।
.
বক্ষ মোর ক্লান্ত-ক্লিষ্ট করেছো পদপিষ্ট,
মোর পুজোর ডালি চরম অবহেলায়,
আনন্দিত তনুমন উৎফুল্ল দিনমান
হেরে তব চাঞ্চল্যকর সুখানুভুতি।
মম চিত্ত দহনের এহেন পদদলনের
বিনিময়েও কাম্য তব পুলকিত আঁখি দুটি।