মোর অন্তরে সুখের প্রদীপ জ্বালিয়েছিলে,
তমশাবৃত কুটিরে বিজলীবাতি বয়ে এনেছিলে।
মরা গাছে সবুজ পত্রপল্লবে করেছিলে  সুশোভিত
ফুটেছিল,  রং-বেরং এ সেজেছিল কৃষ্ণচুড়ার মত।
তোমার হৃদয়ের অসীমের মাঝে খুজে ফিরি সীমা,
হৃদয়ে তোমায় নিয়েছি ভেবে সরস্বতী প্রতিমা।
.
আজ আর নেই সেই প্রজ্জলিত আলোক বর্তিকা
এ যেন খররৌদ্র থেকে প্রত্যার্পন অন্ধকার গুহায়।
জন্মান্ধ তার ষষ্ঠ ইন্দ্রিয় গুনে অবলীলায় চলে যায়।
দৃষ্টিবানের আলো সরিয়ে নিলে কি পায় কি হারায়