দেশোদ্রোহী রা যখন হয়ে যায় ধন-জন বান,
তখন দেশপ্রেমিক এর হবে নির্বাসন।
এ আর নতুন কি?
অবাঞ্চিত ছিল যে তত্ব, স্বার্থের তরে মেনে নিলাম তা'ই সত্য।
ত্যাজিলাম নীতির ঝান্ডা, আপনারে করিলাম ভন্ডদের অনুগত।
এতে আর খেদ কি?
গড্ডালিকাপ্রবাহে ভাসাইয়া আপনারে
দেখি টিকিতে পারি কি?
স্রোতের প্রতিকুলে দাঁড়িয়ে মনভুলে
ছিটকে যাওয়ার মানে ই বা কি?
পৃথিবীতে ছিলেন কিবা আছে যত জ্ঞ্যানী গুনী জন।
ধর্ম তত্বে, ধার্মীক মতে,অবাঞ্চিত তারা সর্বজন।।
ছায়া যাহার অবাঞ্চিত কিন্তু কর্মফল চিরকাংখিত,
এহেন স্বার্থপরতা আর হঠকারীতা হোক চিরবর্জিত
চিত্ত হর্ষে, পুলক বর্ষে, করি দুগ্ধ আহরন।
ফুরালে দোহন, শেষে ভোজন, পরিশেষে বিসর্জন।।