মনে পড়ে তব সনে কেটেছিনু যতদিন,
চিত্তে ছিল পুলক মম হিয়া শংকা হীন ।
স্বপ্ন ? সেতো কল্পনা মাত্র ছিলনা সংকীর্ণতা ,
সহসা পড়িনু সামনে রূঢ় নিঠুর বাস্তবতা।
নিখিল ধরণী কতনা বিচিত্র হেরিনু পরক্ষনে,
কষাঘাতে যার মেনেছিনু হার বিস্ময়ে আনমনে।


হারিয়ে গেল সুখস্বপ্ন চোখে অমানিশা,
পঁচিশ বসন্ত পর ও সজীব সেই প্রেমতৃষা ।
আজ তুমি ভিনগ্রহে রয়েছ স্বাড়ম্বর,
স্বীয় ভুবনে সাজিয়েছ আপন খেলাঘর।
দিয়েছ মোরে
স্মৃতিভান্ডার ভরে
বাঁচিবার আধার,
তাই নিয়েই বাঁচি
ক্ষনে কাঁদি হাসি
এবার অপেক্ষা যাবার।।