এ ধরণী নহে সোজা সরল পথ কুসুমাস্তীর্ন,
জীবন রথে চলতে পথে হতে হয় বিদীর্ন।
শক্তিমত্তা বুদ্ধিমত্তার সাথে কুটিলতা,
করবে জয়ী পূজিবে ভূবন মিলবে সফলতা,
.
নিখিল ধরায় সে-ই বেশী পায়, চায় যে অফুরান।
তৃপ্ততা হেথায় বাধার প্রাচীর হতে আগুয়ান।।
নিঠুর বিশ্ব পুজিবে তোমায়, দিবে বীরোচিত সন্মান।
খুজিবেনা প্রাপ্ত সাফল্যমাঝে অতীত পাপ-অপমান।
.
ছিনিয়ে নাও নিয়তির উদ্যত দন্ড,
করো শাসন, বিধান করো লন্ডভন্ড।
ক্ষুরধারে এঁকো হস্তে নব ভাগ্য রেখা,
আদতে যা কখনোই ছিলনা আঁকা।।