মানুষের চেষ্টায় অসাধ্য ও হয় সাধিত
উক্তিখানি ক্ষেত্রবিশেষ অসত্য,          
কিঞ্চিৎ মনস্তত্ব বিবর্জিত,
জীবনের নিরিখে তা মর্মান্তিক বাচালতা।
স্মৃতি কথা অমর,                                
চালিয়ে হৃদয়ে সমর
শ্রাবন ধারায় প্লাবিত তবু নয়ন অঝর।
খুলে হৃদয়ের দার,                              
সম্ভাষিলে হৃদয় যার,
কি বা সাধ্য মুছিবে তা ঘষে কোন রবার।
জীবনের প্রথম প্রেম,                
স্মৃতি থাকে আজীবন,
ভুলিবে কোন সে ঘনশ্যাম।
বিফল মনোরথে,              
সন্ধান করো জীবন পথে,
পাবে তবে নব পুর্নোদ্যম।।