এই পথ যে শেষ হবার নয় ,
কিছু মুখ রহে মনে চির অক্ষয়।
নাহি খেদ নাহি লাজ মম চিত্তে ,
পরম বিষাদে সুখ পাই হেরে তব নেত্রে।
পরম আকাংখিত রূপে তুমি মোর ভুবনে,
কষ্মিনকালে ছিলেনা মোর ললাট লিখনে।
ছিলনা কখনো তাতে স্বার্থের সংঘাত,
না ছিল প্রাপ্তির আকাঙ্ক্ষা কিবা চাহাৎ।
মম চিত্ত হয় উৎফুল্ল হেরিয়া তব সুখ,
এটা ই মোর চরম প্রাপ্তি পরম সম্ভোগ।
ধন্য মোর হিয়া পেয়ে তব সান্নিধ্য,
আজীবন লালিত স্বপ্ন পরম আরাধ্য।।