জীবন তোর ভুলে ভুলেই ভূলন্ঠিত,
ভুল মানুষ কে পুজিস তুই  অবিরত।
বিদ্যার তরে পুজিস রাবন মুর্তি,
সেই ক্রোধে ফুঁসে উঠে দেবী সরস্বতী।
ধন লোভে পুজিস তুই গুরু চন্ডালিনী,
তাই দেখে লক্ষী হয় ভীষন অভিমানী
ফরমালিন মেশানো হৃদয়ে করে প্রেমের আশ,
হৃদয়ে যার প্রথম থেকেই ভেজালের বসবাস।
অট্টহাসি হেসেছিল সরল হৃদয় পেয়ে,
যথেচ্ছ খেলে ধুলে হাসছে বোকামী নিয়ে।
পাথর ছুঁড়ে ঝিলের জলে বাচ্চা খেলে পরমানন্দে,
কান্নার ধ্বনি তরঙ্গিত ঢেউয়ে ব্যাঙ্গাচির আর্তনাদে।
ভুল ভেবে ভুল করে অপাত্রে সঁপে মন,
কেঁদে ফেরে ঘাটে মাঠে হারিয়ে আপন মন।।