ধুপ চিরকাল জ্বলে নীরবে,
মানবের তরে।
তাতে তার হয় কি প্রশান্তি?
ফুল ফোটে সৌরভ ছড়ায়,
ক্ষণ পরে যায় ঝরে,
তাতে তার কিবা ছিল ভ্রান্তি?
মহৎ প্রাণ করে কর্ম
মানবের তরে,
সয়ে গঞ্জনা অবমাননা, একদা যায় মরে।
তাতে তার কি আসে যায়?
ফুলের সৌরভ, ধুপের গৌরব, মহানের বৈভব
সব ই অন্যের তরে,
তাই তো তাঁরা, চিরমহান
স্মরণীয় অন্তরে।।