ভোরের শিশিরের মাঝে খুঁজি তোমায়
কোন সবুজ ঘাসের কোন পত্র-পল্লবে
তোমার অবস্থান জানিনে।
তোমার দেখা পেলুম অবশেষে
তবে সে শিশিরে বা ঘাসে নয়
ঈশান কোনে রবি কিরণ অবগাহনে।
,
অবহেলায় ভাংগে হৃদয় যমুনার স্রোতের তোড়ে
যেমন প্রবল ঝড়ে তরুরাজ দুমড়ে মূষড়ে পড়ে।
মোর কাননে হেরি অলি চুমিছে পুষ্প পরাগে
আনমনে স্মরি তব মুখ নিত্যনব অনুরাগে।
সকল হর্ষ বিষাদ তব দোলায় মম চিত্ত
অনুভবের নয়নে হেরি তব প্রেমের ইতিবৃত্ত।
চিত্তে যবে তব প্রনয়ের হাওয়া দোলে মৃদূমন্দ
জীবন তখন মোটেই নয় পদ্মপাতার শিশিরবিন্দু।।