যখন মোরা সংখ্যায় পঞ্চাশ কিবা শতের কোঠায়,
তখন বলি আমরা মানুষ বিশ্বাস করি মানবতায়।
উহ্য রেখে ধর্ম পরিচয় বলি তোমাদের হোক জয়,
বাহুতলে আছে ইট সময়-সুযোগের অপেক্ষায়।
.
যখন মোরা সংখ্যায় ছুঁই হাজারের ঘরটা,
আমরা মোসলমান জাতি চাই ধর্মীয় স্বাধীনতা।
জয় ধর্মনিরপেক্ষতা নামাজের তরে চাই একটু স্থান।
মুসলমান জাতি শান্তিপ্রিয় চাই শান্তিপূর্ণ সহাবস্থান।
আল্লাহ পাক বলেছেন "লাকুম দ্বীনুকুম অয়াল ইয়াদ্বীন"।
আমাদের নিয়ে ভেবোনা তোমরা থাক শংকাহীন।।
.
আমরা যখন লাখের কোঠায় স্বপ্নে দেখি খিলাফত।
বানাই মসজিদ গড়ি মাদ্রাসা করি ধর্মের হেফাজত।
শাসন ক্ষমতায় চাই অংশীদারিত্ব এ যে সময়ের হাকিকত।
বেদ্বীন নারী তোমাদের পরে স্বল্প বসন এ যে বেদায়াত।।
.
এখান থেকেই দেখি স্বপ্ন, পরভূমে প্রতিষ্ঠায় মগ্ন,ইসলামী হুকুমত।
হবে তোমরা মোদের দাস, এই মোদের অভিলাস, দেখবে ইসলামী হেকমত।
.
অস্র বোমায় ভীতি সঞ্চারিব হোস না সংখ্যাগুরু,
ভীতুর ডিম তোদের জাত দলে ভীড়া শুরু।
মাথা তুলবি যাবে কাটা যদি বাঁচতে চাস,
কবুল কর কালেমা নয়ত জিজিয়া নিয়ে আস।
এভাবেই হয়েছে বিশ্বে ইসলামী নব-জাগরন,
চেতনায় মোদের নবী মোহাম্মদ সেই আদর্শে মোরা বলীয়ান।।