এল বাদল ঝরা বর্ষা স্ব-রূপে স্ব-মহিমায়।
টিনের চালে ছন্দ দোলে, মেঘ উড়ে পাল তুলে
ঝুম বরষায়। এসো প্রিয় মোর হৃদয় আঙিনায়।
.
এসো হই বৃষ্টি স্নাত, পরিশিলীত, তেজদীপ্ত নব জলধারায়।
ভূলে অতীত বাদানুবাদ, মনোকষ্টের বেড়াজাল সরাই।
.
ভুলে মান-অভিমান ছেড়ে অহমিকা প্রনয়ের সুর বাজাই,
সুখস্মৃতি স্বরে, পুলক পড়ে ঝরে, এসো মন রাঙ্গাই।
আপন মনকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ঝরুক বারিধারা,
এসো দুজনায় হই আত্মহারা।
নতুন দিগন্ত হোক সুচিত ভালবাসার আলোকধারায়।
এসো আজ নতুন করে পুষ্পকানন সাজাই।