গত বারের বর্ষায় মুসলধারে ঝরত বারি
গগন জুড়ে হাঁকত দেয়া বৃষ্টির বলিহারি।
তনুমনে আছড়ে পড়ত ভালবাসার ঢল
পুলক অনুভবে ছিল যেন বানের জল।
চকিতে চকিতে ছিল প্রবল উৎকন্ঠা হায়
কখন জানি নক করে হতাশ ফিরে যায়।
কতরোজ দিয়েছি কর্মফাঁকি বৃষ্টির অজুহাতে
থেমে যেতো বারি আমি শায়িত মগ্ন মুনাজাতে।
খুসীতে হাসিতে শুনেছিলাম তার হৃদ স্পন্দন।
এ যে তথাকথিত প্রেম নয় হৃদয়ের বন্ধন।
আজ পুড়ে পুড়ে শতগুন শক্ত আসনে
স্বপনে স্মরণে শতত রয়েছে মননে।
কিন্তু হায় !!  এই বরষায়??
কেউ নেই প্রতীক্ষায়, নেই হাসি কথা অফুরান
চকিতে শংকা কর্মে তাড়া ব্যাস্ততার অবসান।
বারিস বোধ হয় বুঝে গেছে হৃদয়ের হাহাকার।
তাই আষাঢ়ের খরতাপেও প্রকৃতি নির্বিকার।
নেই আর প্রবল ধারার বাদল বরিষন।
হৃদয়ে নেই সেই ঢেউ আর তুমুল প্লাবন।
একটু কথায় খানিক যোগাযোগে বর্তে যাই দেহ - মনে।
প্রানহীন সখি হীন মরি তিলে তিলে অবজ্ঞা অপমানে।।


মাঝখানে একটি বছর মাত্র
বদলে দিয়েছে জীবনের ছত্র।
Robert Browning এর ভাষায়
"Thus I entered thus I go."
.
Only responsible the ego.