গিয়েছিলাম দেবালয়ে দর্শনে দেবতা,
সতঃস্ফুর্ত করস্পর্শে লভিনু প্রফুল্লতা।
দেবতা...... তুমি আছো কোথা???
তব আশীর্বাদ মম চিত্তে বহিয়াছে শীতলতা।
যদি করে ভ্রম হয়ে থাকে মতিভ্রম,
করে থাকি অনাকাঙ্ক্ষিত কিছু,
তবে ক্ষমিও সেই ভ্রম পরমানুভবে
তাইতো আজো ঘুরি তব পিছু পিছু।।
যদি পড়তে ইচ্ছে করে হৃদয়ের ভাষা মোর,
তাকিয়ে দেখো মোর আঁখি পানে কাটিয়ে মনের ঘোর।
যদি জানতে সাধ জাগে মোর অব্যক্ত বেদনা,
আপন হৃদয়ের কাছে প্রশ্ন কর অন্যত্র খুজে পাবেনা।
.
চোখের ভাষা পড়ার তরে সুশিক্ষিত চোখ চাই,
অব্যক্ত ভাষা পড়ার মত সুযোগ্য হৃদয় কোথা পাই??