একটি মহৎ কাজ
হতে পারে অসংখ্য দুষ্কর্মের প্রায়শ্চিত্ত।
যেমন অগনিত বনফুলের মাঝে
একটি লাল গোলাপ শোভিত।
.
অকুলের মাঝে একজন
হয়ে উঠে কুলীণ পাঞ্জেরি সম,
ঠিক নর্দমার ময়লাস্তুপে
জন্মানো সুশোভিত সুরভিত  শ্বেতপদ্ম।
.
বেশুমার কদর্য্যের ভীড়ে
একজন সাদা মনের মানুষ,
চাঁদহীন রাতের আকাশে নিষ্প্রান
তারকারাজির মাঝে জলজ্বলে শুকতারা।।