পথ চলিতে যুগলবন্দ্বী,
হাতে হাত যদি হয় সন্ধি
তাতে ক্ষতি কি?
মনের কথার ফুলঝুড়িতে
জড়তা যবে যায় কেটে
বাক্যস্খলনে খেদ কি?
রক্ষনশীলতার মাঝে,
উচ্ছাস থাকে বন্দী সাজে
তাতে সুখ থাকে কি?
.
মনমিতা পেলে হয় পুলকিত মন,
চিত্তসুখে আসে গান গায় গুন গুন।
আনন্দ - শংকায়,  ভক্তি - ভালবাসায়,
চকিতে ভাসে প্রান আশা নিরাশায়।
মন দোলে প্রান দোলে
ভালবাসায় হৃদয় গলে
সৌরভে সৌন্দর্য্যে পুলকে হিয়া দোলে।
ভালবাসার তান্ডবে আপনাকে ভোলে।।