দূর শহরে দিলাম পাড়ি,
পল্লী তোমায় দেয়নি গো ছাড়ি!
শিরীষের ঐ শীতল ছায়া,
তোমায় কভু যাবে নাকো ভূলা।
ঘাসের উপর জলকন্যা পরশ দেয় মেখে,
এই তৃষ্ণা মিটিবে বল কোন শহরে গেলে?
পল্লী তোমার মাঝে আমি মাতৃছায়া পাই,
আজকে মাগো তোমায় ছেড়ে শূন্য চলে যাই।
যে পথে জড়িয়ে আছে আমার ভালোবাসার নারী,
সে পথ কেমনে ভূলিব আমি
শহরে দিয়ে পাড়ি।
সবুজ ঘাসের উপর রেখে গেলাম মোর পদচিহ্ন,
করোনা কভু পর আপন বন্ধন ছিন্ন।
দেখিতে পাব মা তোমার বদন খানি,
তাইতো মনের রং তুলিতে তোমার ছবি আঁকি।
হলদে পাখিটা আজ বসেনি ঐ শিমুলের ডালে,
পাপিয়া আজ রাগ করেছে আমি চলে যাব বলে,
বউ কথা কও পাখিটা আর ডাকেনা অমন মিষ্টি বোলে,
আমার সাথে রাগ করেছে নতুন বধূর অভিমানে।
খুকির ঐ নিষ্পাপ মুখ,অমন মিষ্টি দেলে,
আদর স্নেহ মেখে দিলাম তারই দুটি গালে।
এমন করে নিলাম বিদায় পল্লী মায়ের কাছে,
কিছুদিন পরে আসব ফিরে মা তোমার এই
সবুজ পান্তরে।।