আজ আমি এক মূমুর্ষ রোগী,
মনের ভিতর লুকানো আছে হাজারো স্বপ্নের কুঠি।
জানি হবে না মোর স্বপ্ন পূরন,
আমি মরার পর তোমরা কি করবে স্মরন?
সুন্দর ধরনী ছেড়ে যেতে মন নাহি চায়,
স্বজনদের সাথে পথ হাটতে গাইতে আমার মনে চায়।
জানি সে সময় আর পাব না আমি,
অকুল সমুদ্রে ডুবেছে আজ আমার দেহ তরী,
স্রোতের টানে চলে যাব অন্ধকার যমেরপূরী।
হে পরম স্রষ্টা দয়া করো মোরে,
নিয়ে যাও ডুব তরী জীবন নদের কূলে,
বাচিতে চাই আমি এই সুন্দর ধরনীর মাঝে,
মানবের মাঝে থাকিত দাও ক্ষনকাল।
জানি তুমি আজ আমার উপর সন্তুষ্ট নও!
তাই বন্ধি করবে মোরে মৃত্তিকার কারাগরে,
আসতে পারনা শিকল ছিড়ে কঠিন মৃত্তিকা বেধ করে।
হে ঈশ্বর পরম সত্ত্বা তুমি মোরে দিবে কি একটু সময়?
ঘুচিয়ে নেব মনের সংসার,তৃষা ক্ষুধা,
নিতে চাই সুন্দর ধরনীর সুধা।
জানি দিবেনা সময় মোরে অতৃপ্তি নিয়ে চলে যেতে হবে,
দেখিতে পারিব না আর স্ত্রী পুত্র স্বজন,
যামিনীর কালো আন্ধারের মত গ্রাস করবে যমদূত,
প্রলয় ঝড়ের তান্ডব দেখে ভয়ে বুক কাপে ধুক ধুক।
আজকে আমি নিঃস্ব পারেনি দিতে তোমায় কিছু!
ক্ষমিও মোর অপরাধ,
বিধাতা মোরে দিবেনা সময় কি ভাবে পুরাব তোমার স্বাদ?
হাওয়ার দম ফুরিয়ে গেলে,
প্রান পাখিটা যাবে উড়ে, হারাবো ঘন অন্ধকারের মাঝে।
হে পরম সত্বা! তুমি মোরে দিবে কি একটু সময়?
কোলের অবুঝ শিশু ডাকবে কাকে বাজান বলে,
তার আবদার কে করবে পূরন?
না পাবে দীক্ষা, না পাবে শিক্ষা,
হে প্রভু! আমার প্রানটা দাও একটু ভিক্ষা!
শুনেছি তোমার অনেক দয়া,
আজ কেন এত নিষ্ঠুর হলে?
জানি জীবন আমার ভাটির টানে,
যমদূত ঘুরে পিছে পিছে,
ফুরিয়ে এসেছে জীবনের সব লেনদেন,
শুধু মিছে মিছে ভাবনা করে আখি ফেলে জল,
চলে যাবার হয়েছে সময়,
অনেক আশা নিয়ে ত্যাগ করলাম আমার প্রান,
আসব না ফিরে কোনদিন,পাবনা আর পৃথিবীর ঘ্রান।।