আয়না
--সালাউদ্দিন আকবর


আমি সকালে উঠে তোমাকে দেখি
তুমি আমার সকল সৌন্দর্যময়
তুমি ছাড়া পৃথিবী গদ্যশৈলী।


আলোকবিহীন সন্ধ্যায় তোমাকে দেখতে পাইনা
বলতো ;এভাবে যদি কালত্রয়
তোমাকে না দেখতাম
আমি খুনসুটি কার সাথে করতাম
কার সাথে বিড়বিড় করতাম
কার সাথে গুনগুন করতাম
সিঁথি কাটতাম কার চোখে চেয়ে;
কার কপালে পরাতাম লাল টিপখানি
তোমার চোখে ভেংচি কেটে;
রাগ করে মন চায় তোমার দিকে
ফুলদানি ছুঁড়ে মারি
আর মাঝেমাঝে মনে হয় তোমার কনিষ্ঠ আঙুলে এনে দেই আঁড়ি।


ওগো প্রিয়, তুমি সোহাগি
তুমি প্রেয়সী
তুমি আমার অনুরণন
তুমি আমার অনুরুপ
তুমি একজনি আমার সহোদরপ্রতিম
তুমি একজনি আছো আমার সাথে কাঁদো; আমার সাথে হাসো
সেযে আমার আয়না।।