তোমায় একটি বুনোফুল দিয়েছিলাম আর বলেছিলাম কেয়ার ফুল,
গভীর আবেগে নির্যাস নিয়েছিল ৷


সেগুন বাগিচায় দোলনা দোলালাম
আর বলেছিলাম দুলতে,
দখিনা সমীরণ এলোমেলো চুল তবুও দুলছিলে ৷


বলেছিলাম গহীনে হারিয়ে যাবো
অচিন পুরে হব নিরুদ্দেশ,
তোমার অবিরত অশ্রু  দুচোখে; নির্বাক আর দীর্ঘশ্বাস ৷


হেঁটেছি মেঠোপথ, ছুঁয়ে দেখেছো দিগন্ত
উল্লাসে অধীর উড়ালে আঁচল,
অবিশ্রান্ত কায়া, তবু মন সুনির্মল ৷


দিয়েছিলাম একটি পাতা, লিখেছ তাতে -
বাঁধবে একটি ঘর, সুখের নগর;
হাত রেখেছি কোমল হাতে জনম জনম ভর ৷