কোথায় আছো তুমি ? কেমন আছো ?
তোমাকে খুজে বেড়ায় আজো এ মন।
খুজে খুজে ক্লান্ত এ মন, তুমি কোথায় ?
তোমাকে খুজি লক্ষ তারার মাঝে,
তোমাকে খুজি উত্তাল ঢেউ এর মাঝে,
তোমাকে  খুজি অসীম নীলের মাঝে,
তোমাকে খুজি হাসনাহেনা গন্ধের সাথে,
তোমাকে খুজি হাজারো ফুলের মাঝে,
তোমাকে বসন্তের কোকিলের সূরে সূরে,
তোমাকে খুজি জোছনা রাতে অসীম আকাশের বুকে,
তোমাকে খুজি বসন্তের গৌধুলীক্ষণে,
তোমাকে খুজি সবুজ ঘাসের শিঁশিঁর বিন্দুতে,
তোমাকে খুজি সদা-সর্বদা পায়না তবু পায়না সান্ত্বনা।