কল্পনায় বৃষ্টির রাণী
জাহিদ হোসেন.


ঘরে বসে ভাবছি তাকে যখন
হঠাৎ বৃষ্টির গর্জন শুনি তখন


বাহিরে নামার আগেই শুনি বৃষ্টির ঝুপ ঝুপ
হতিমধ্যে পরিবেশটাও হয়ে গেল যেন চুপ


তারপরও নেমে দেখি বাহিরে
বাহিরে রাখা পাকা ধানগুলোও ভিজছে
ঠিক যেন এলোমেলো একটা রুপ
মুখটা ফিরিয়ে ঘরে ঢুকবো...
এমন সময় দেখি...সে দাড়িয়ে আছে মোর পাশে


হালকা আধারের মাঝে,
দেখছি তার মুখখানী
হরিণী চোখের কোন বেয়ে
ঝড়ে পড়ছে বৃষ্টির পানি...


কত!অপরুপই না তাকে দেখতে লাগছে আজ
নতুন করে বৃষ্টি যেন সাজালো তাকে আজ..


তাকে যতই দেখি নয়ন ভরে না মোর
মনে হয় এভাবেই হয়ে যাকনা ভোর


কত সুন্দর চোখগুলো তার কত সুন্দর ঠোঁট
তাকে একবার দেখলেই যেন
মনে লেগে যায় চোট


খানিক পড়েই দেখি তার
মিষ্টি একটি হাসি
তার হাসি দেখে যেন
রাখালের মুখেও বেজে ওঠে বাশি


তাইতো বানিয়েছি আমি তাকে
আজ এই বৃষ্টির রাণী