এত সুন্দর কেন সে আজ
শেষ বিকেল বেলায়,
এত মধুর লাগে কেন তাকে আজ
শেষ বিকেল বেলায়,
যখন, বিকেল হয় দিনের শেষে
আসে যখন উঠোনে, ঘর থেকে নেমে,
কত অপরুপ! লাগে তখন তাকে
এসে বসে যখন খোলা চুলে,
এলোমেলো ভাবে যখন
দোলে কানের দুল,
তার দিকে চেয়ে থাকে যেন তখন
গোলাপ গাছের ফুল,
সে নদীর তীরে হাটে যখন
আলতা রাঙ্গা পায়ে,
দুষ্টু বাতাস ছোয়া দিয়ে যায়
তার মিষ্টি গায়ে,
তার ঐ রূপ কত অপরুপ!
দেখে জুড়ায় নয়ন,
আমি কি পাবো কখনো
তার কোমল মন।।