যেকোনো আঘাতে ভেঙে পড়ে যাও ক্যানো?
আঘাতে ভাঙে না কতো কিছুই তো আছে।
যে বৃক্ষ মরে যেতে যেতে বাঁচে,
প্রাণ রেখে যায় আগামী বীজের কাছে।


ভেঙে চুরমার হয়ে যায় তবু কাচ,
অজস্র কাচ জন্ম দিয়েই তো মরে।
যে গৃহ ভাঙে ঝড়ের আঘাতে কোনো,
ভিটে রেখে যায়, সম্ভাব্য কোনো ঘরে।


মন ভেঙে গেলে, এমন কী ক্ষতি বলো?
কতো মন ভাঙে, আঘাতে-আঘাতে প্রিয়।
শুধু ভেঙে যাওয়ার ইচ্ছে জমে গেলে, ।
চুরমার হতে সময় টুকু দিও।


যা কিছু যায়, যা কিছু গিয়েছে চলে,
কেউ কি আর ফেরাবার কথা বলে?
দাগ গুলো হোক আগামীর অনুরাগ,
ঋণ রেখে যাই তোমার কোলের কাছে।


সভ্যতার এই বিবর্তনের পথে,
মানুষের মনে এমন অনেক
ভাঙনের ব্যথা আছে।
ভাঙনের ব্যথা আছে।