সমস্ত নদী সমুদ্রে মিশে গেলে,
ভাটিয়ালি পাবে নৌকা হারানো গান।
ক্লান্ত হৃদয়, হৃদয়কে খুঁজে পেলে
বাতাসে ভাসবে জর্জেট-অভিমান।


সভ্যতা জুড়ে শেষ হলে ক্রন্দন,
পলাতক প্রেম আবারও ফিরবে ঘর।
অপেক্ষার চোখ খুঁজবে হারানো মুখ,
পৃথিবী তখনও রোগে-শোকে ভঙ্গুর।


সকল গৃহ ফিরিয়ে দেবার পর,
ফিরে আসি যদি নেবে কি আমার ভার?
প্রস্তর প্রেমে মাথা নত করে দিয়ে,
বাঁধবো দু’জন নুন-পান্তার ঘর।


থাকুক অভাব-দারিদ্র্য-অনটন
ক্ষুধা ও ক্লান্তি, হারানো দিনের গান।
দুঃখ আহিত জীবনের পথে পথে
প্রবাহিত হোক সুখের আধান।