তোমার জ্বর হলে নগরীর উত্তাপ
বেড়ে যায়, আশ্চর্য রকম ভাবে বুকের
মাঝে খামচে ধরে একটা অজানা ভয়।
আমার রাত্রি দিন দুপুর ভোর
কাটে শঙ্কায় আশঙ্কায় উদ্বিগ্নে।
গলিত প্রেমের পবিত্র
উত্তাপে থার্মোমিটারের মত
ইচ্ছে হয়
তোমার তাপের সাথে কিছুক্ষণ
মিশে থেকে পারদের
মতো ওঠা নামা করি
তোমার শরীর বেয়ে।
ইচ্ছে হয় ক্লান্তি হীন কবিতার
পট্টি নিয়ে মাথার কাছে বসে থাকি
তখন তুমিই হয়ে ওঠ উত্তপ্ত কবিতা।