ডাক দিলে যেতে পারি আঁচলের টানে,
যদি মেঘ থেকে কিছু জল টেনে আনো।


এলো চুল ওড়ে যদি পতাকার মতো,
আহারে অবুঝ মন, ঢেকে রেখো ক্ষত।


কাজলের দাগ সব মুছে যাক জলে,
মুহূর্ত পুড়ে যাক ভুল দাবানলে।


গলে যাক বেদনার যতো ধারাপাত,
বুকের পশমে জমে আছে মৌতাত।


ঘরবাড়ি, রোদ্দুর, উঠোন আঙিনা,
এতো রঙ চারপাশে আমরা রাঙি না।