সকাল-বৃক্ষে জন্মে থোকা-থোকা আলোর ফল,
শেষরাত্রির নীরবতা দেয়, প্রভাতের প্রোটোকল।


স্তন্যপায়ী পুরুষেরা নিজের অলক্ষ্যে শুষে বিষ,
শ্বাশত প্রেমের মত বেদনার গগনশিরীষ।


পৃথিবীর পৃথক প্রভাত যেন অনাগত শিশুদিন,
যত বেলা বাড়ে, ক্ষত খোঁজে সুখের সাকিন।


আদিম গন্ধম বনে ডেকে ওঠে বিষণ্ণ ডাহুক,
কোথাও ডাকাতি হয় আমাদের গোপন সিন্দুক।