খুলে দাও যদি বুকের বন্ধ ঝাঁপি,


উত্তাপে তার কতোটকু প্রেম মাপি।


দুয়ার বন্ধ আকাশের রং কালো,


মেঘের মিছিলে দৃশ্যেরা জমকালো।


মোম আগুনে পুড়ে যায় জলধারা,


দেয়ালে ঝুলছে সময়ের বাটখারা।


মুহূর্তগুলো ভাঙা কাচ খানখান,


চুমুকে চুমুকে আঁধার করেছি পান।


এই যে শরীর, শরীরের শেষে কী?


যেখানে জ্বলছে সহস্র জোনাকি।


আলোকিত ওই পল্লীর নাম মন,


তাই ছোঁব বলে,


জীবনের এই অনাড়ম্বর আয়োজন।