সন্তান তার ,তাই যেন মার
সদা হৃদয় তার ভাবে
দুরেতে থাকিলেও বুকের পাজরে
শুন্য শুন্য লাগে।


কত কথা মার মনে পড়ে যায়
কত যে স্মৃতির ছলে
হামাগুড়ি তে লুটিয়া পড়িলেও
আবার হাটিতে বলে।


বাচা তার কি খাই, কি সে ভালোবাসে
দেখিলেই তা মার
উথালে-পাথালে ব্যকুল হৃদয়
করে যেন হা-হা কার।


মায়ের চোখের তন্দ্রার ঘুম
পলক পড়িলেই ভাঙে
আতংকে মা সহসা স্মরণে
বারে বারে দোয়া মাঙ্গে।