আমি ভারাটিয়া,আমার অন্তর অস্থি বিশ্বাস সর্বান্তরেই
আমি ভাড়াটিয়া,জীবনের এই সীমিত পরিষর,
প্রাপ্তির উৎচ্ছাসে উৎচ্ছাসিত না হোক।
থাকনা সে কিছুটা অনিয়ম অনাদরে,
কিছু তিরস্কার শইবার ক্ষমতাও থাকুক,আমার
তবেই তো মনে হবে,আমি ভারাটিয়া-
ওপার থেকে এপারে..।
জীবন তো আমার নয় আমি শুধু কেবলি জীবনের ।
প্রতি সময়ের যত সঞ্চয় তার অর্ধেক ও যদি
রাখতে পারি তবেই হয়তো কিছুটা আমার হব আমি
একটি সুখের নীড়,একটি নিরাপদ আশ্রয়স্থল ।
সব মিলিয়েই আমি ভাড়াটিয়া।
ওপার থেকে এপারে..।