আমি বিত্তের মোহে নিঃস্ব,
ব্যাক্তিত্ব বির্সজনে, সেজেছি কাহার শিষ্য।
আমি পথ হারা পথিক,
পথেই হারিয়েছি পথের দিশা
এ দৃশ্য চাহিয়া দেখুক, আজ সারা বিশ্ব।
ওরা কারা মোরা কারা,
পক্ষান্তরে জীবনের দিশা
কিসে অনুরাগে দীর্ঘশ্বাসে
এ ধমনির মহা বাসে, অতৃপ্ত মহা নিশা।
তারা উচ্চ বাসে,
অধীক ভোগে সীমাহীন আসে
ক্ষীণ অধিকার চুর্ণ করে,
র্নিলজ্জের নিন্দন গ্রাসে।
ওরা ক্ষুধার্থ খায় রক্ত চুসে,
হুল ছড়ায় আরো বিষে
এ আঘাত মোরা রুধিবো কিসে
পথে হারায় পথের দিশে।