হে সাধু তোমার সাধ্য কি আছে
বহিতে মহা ভার
যাহার সাধ্য সেই বহিবে
তুমি শুধু অছিলা তার।
নিজেরে রাঙ্গায়ে রঙ্গিন করিবে
যতনে করিবে পার
মিথ্যে ওরে, মিছে সে তোমার
নেই তাতে অধিকার।
সাধ্য সাধনা কষ্ট যাতনা
তাহারে কভুকি চেন ?
তুমি আর আমি ক্ষনিক অতিথি
কেউ কারো নয় যেন।