কথা বল,বলনা শুধু একবার বল?
তোমার একটি মুখের কথার জন্য
পায়রার পায়ে পায়ে অজস্র পত্র লেখেছি
বাতাসের খামে পুরে আকুলতা আর
ব্যকুলতার জিজ্ঞাসা পাঠিয়েছি,
তুমি কি পাওনি ?
তবে উত্তর কোথায় ,দাওনি কেন ?
আমি রৌদ্দুকে বলেছিলাম,বৃষ্টিকে বলেছিলাম
তোমায় বলেছে কি কেউ..?
ঐ আব্দুল গফুর নামের পিয়ন টিকে ধরবো বলে,
অসান্ত উত্তেজনা নিয়ে
রাস্তার পাশে দাড়িয়ে থেকেছি
তুমি কি জানো,কতটা দুর্বিসহ প্রতিক্ষার প্রহর
তবুও তোমার জন্য,তোমার একটি কথার জন্য
মা বার বার তাড়াদিয়ে বলে,ওখানে কেন রে
কেন দাড়িয়ে রাস্তার পাশে?
আমি বলি না ,এমনি মা।
মা কৌতুহলে চলে গিয়ে আবার ফিরে আসে
বার বার শুধু চায়, উৎসুক চোখে
আমি ভয় পাই, এই বুঝি ধরা পড়ে গেলাম।
কিন্তু নাহ...।
আমি তো তোমার জন্য,তোমার একটি কথার জন্য
কত শত রাত র্নিঘুম অসান্ত।
ক্লান্তিহীন সময়ের স্রোত,প্রহরের পর প্রহর কাটে
আব্দুল গফুর সামনে দিয়েই চলে যায়
আমি চলে আসি ফোনের কাছে,
ফোন টা তেমনি নিস্তব্দ,তেমনি নিবাক..।