মা, আমায় একমুঠো ভাত দিবে?
কত দিন খাইনা।
রক্তের গন্ধ আর,মানুষের চিৎকারে
গুলিয়ে উঠে নাড়ি-ভুড়ি
শিউরে উঠে,শিরা উপশিরা
বিদ্রোহ করে মন, উত্তেজনায়
হা হা কারে কোথাও শান্তি পাইনা।
মা, আমি ক্লান্ত অবিশ্রান্ত
দির্ঘ নয়টি মাস যুদ্ধ করেছি
অস্ত্র ধরেছি,জান বাজি রেখে
বিনিময়ে পেয়েছি এই বিজয়ের প্রভাত
এই স্বাধীন সৃর্য, এই পতাকা
আর কিছু চাইনা..
কিন্তু এই দুরন্ত ক্ষুধা আমাকে
দরিদ্র করে মা ?
বিপন্ন করে আত্তার প্রশান্তি
প্রশ্ন করে স্বাধীন বাঙ্গালি আজ,
কেন ক্ষুধার্থ ? কেন প্রাণ হুমকির মুখে?
আমি এখনো ঘুমাতে পারিনা
প্রাণ দানে কচি কচি তাজা মুখ গুলো
স্তব্দ হয়ে গেল,এ হাতেই গুজিয়ে দিলাম
তবু কান্না এলোনা।
রক্তে ভিজেও হামাগুড়ি দিয়ে
এগিয়ে চলেছি,ভয় ছিলনা
অথচ,
এখন কেন চমকে উঠি মা?
কারা যেন এখনো আমার
রক্তমাখা মায়ের বুকে দাড়িয়ে
আমাকে শাসায়,তবে কি
আমার স্বাধীনতায় মরিচা পড়েছে ,
নাকি, ঘুন পোঁকা ?
তবে কি আবারো ক্লান্তি ঝেড়ে
যুদ্ধে যেতে হবে ? দেখতে হবে অজস্র লাস
শুনতে হবে মা বনের হৃদয় বিদারি কান্না?
তবে তো, আবার আমি যুদ্ধে যাবো
প্রস্তুত আমি, প্রস্তুত ষোল কুটি মানুষ।