ভুলে যাবো আমি,ভুলে যাবো সবি
রাখবোনা কাউকে মনে ।
ঘটে ছিল যা,অতীতের স্মৃতি
চঞ্চলা কোন ক্ষণে।
যাবনা হারিয়ে তন্নয় হয়ে স্মৃতির অরণ্যে।
একে একে শত,বিরহের ক্ষত
চূরমার করে আর্বজনার মত
ছুড়ে দিব কোন দুরে।
আসবোনা ফিরে আর, মন মহনার তীরে।
ভালোবেসে বন্ধুরা হেসে হেসে
বলতাম কত কথা,ভুলবোনা কেউ
কাউকে কোনদিন
যেথা যাই হোঁতা কোথা।
সেই দিন গুলি কতনা মধুর
হাসি কথা আর খাইবার আসর
কাব্য,গান আর গীতি
আজ সবি ধুসর স্মৃতি।
যত গেল চলে দিন,মন হল সবার হীন
সবাই চলেছে সার্থের খোঁজে
হৃদয়ের ভাব দিয়েছে মুছে।
হলাম যখনি একা,পাইনা কারো দেখা
চিঠি লেখি পত্র লেখি উত্তর জানার পায়না স্ফীতি
সে কি অহংকার নাকি নকরামি
তবুও ভাবি মনে ধরে রাখি কিন্তু ভাবিনি..।
হায়! ভাগ্যে মন্দ তাইতো ছিলাম অন্ধ
আজ বহুদিন পর,দেখা হল ঘনিষ্ট এক বন্ধুর
কিরে কেমন আছিস কি খবর?
উল্লাসে বলি হেসে..
কে তুমি কি নাম তোমার
সুধায় সে যে আমায়?
বুঝলাম এবার আগের মত নেই সে অধিকার।