অংক বড় কঠিন আবার
অংক সহজ অতি
অংকে লাগে মনোযোগ আর
শুক্ষ্ণ মতি-গতি।
জিরো থেকে নয় সমাচার
অংকের মূল হোতা
অংক নিয়ে তাই মানুষের
এত মাথা ব্যাথা।
অংকের যত ধারা আছে
রাখ কিছু জেনে
সব অংকের সুত্র গুলি
চলতে হবে মেনে।
অংক তোমার সহজ হবে
যোগ বিয়োগ আর ভাগ
অংক দেখে অল্পতে আর
উটবে  না যে রাগ।
নিজে না বুঝিলে তবে
স্যারের কাছে যাও
অংকের কিছু কলা কৌশল
নিজে জেনে নাও।