প্রিয়,
            কত কথা তুমি বুঝিয়ে দিয়েছো,
                 না বলা ভাষার ভিড়ে।
             থাকো দূরে কোন অজানায়,
             অনুভবে আছো হৃদয় জুড়ে।
                  ঘুম নয় তুমি স্বপ্ন তবু,
                   আমার দু'চোখ ভরে।
              প্রানের গভির অতল তলে,
                 চেয়ে দেখো একবার।
                  তুমি ছাড়া আজ শুধু,
                 আছে মোর হা-হা কার।
              এ দুনিয়াতে হতভাগী বুঝি,
                  আমি ছাড়া কেউ নাই।
        তোমাকে ভেবেই আমি হই নির্বাক।
             বুকের গভিরে নিরবে আজো,
              বয়ে চলে নিদাঘের নিঃশ্বাস।
              তোমার প্রতিক্ষাতে আমার,
                   কেঁদেই কেটেছে দিন।
              হৃদয় পুড়িয়ে শোধ করি তাই,
                  ছিলো যত মোর ঋণ।
          নিশিদিন ভাবি, কবে হবে জারি,
                        মৃত্যুর ফরমান।
           আসবে যে দিন,খুশিতে সে দিন,
            মৃত্যুরে আমি করব আলিঙ্গন।
              তোমায় ছেড়ে হারাব আমি,
                  গহীন  অন্ধকারে।
            তুলবো পাল-সেদিন আমি,
                    অজানা সমুদ্রুরে।
               তুমি কি বুঝবে সে দিন?
                   তোমারই ব্যাথায়,
          জীবন টাকে ভাসিয়ে ছিলাম,
                চোখের নোনা জলে।
    হয় তো তোমার দীর্ঘশ্বাসে,জড়াবে বুক,
                ভুলে যাবে ক্ষণপরে।