আজ কাতার বন্ধী হও,
               তোমরা কে আছো রাজী?
                 করবে বরণ শাহাদাত,
                  জীবন রাখবে বাঁজী!
              বাঁচবই যদি মুসলমানেরা,
                  শির উঁচু করে বাঁচি।
               মরলে হবো শহীদ মোরা,
                   বাঁচলে হবো গাজী।


            হুংকার দেয় আমীর হামজা,
                আর আলী হায়দার।
       আজই রক্ত ঝরাও ভেঙে ফেলো সব,
       কাফির মুশরিক তগুদের তলোয়ার।
দিলো খুন,
           তবু কেবই লাশের গন্ধ ছড়ালো,
                     কাফির মুশরিকের।
       রাসূল কহিলো জীহাদ কর জীবন দাও,
                     জান্নাত ও পারেই।
                       ছুটিল জারির,
          জীবন দিতে ঘোড়ার সওয়ারে।
         কালিমার ঝান্ডা উড়ালো জারির,
                  বুকের কলিজা চিরে।
          ফেরেশতা কয়-কে এলো আজ?
                আসমানী দুয়ার খুলে,
          কাতারে কাতারে দাঁড়াল সবাই।
                শুভেচ্ছার পশরা তুলে,
        আতর সুবাস মেস্কের শুভ্র স্নানে।
        করা যেনো আজ সাত আসমান ,
         পাড়ি দিতে চায়,
                            প্রভূর নিমন্ত্রনে।