আজি      গন্ধবিধুর সমীরণে
কার         সন্ধানে ফিরি বনে বনে।
আজি  ক্ষুব্ধ নীলাম্বর-মাঝে
এ কী  চঞ্চল ক্রন্দন বাজে।
সুদূর দিগন্তের সকরুণ সংগীত
লাগে মোর চিন্তায় কাজে–
আমি খুঁজি কারে অন্তরে মনে
গন্ধবিধুর সমীরণে।


ওগো        জানি না কী নন্দনরাগে
সুখে        উৎসুক যৌবন জাগে।
আজি  আম্রমুকুলসৌগন্ধ্যে,
নব-     পল্লব-মর্মর ছন্দে,
চন্দ্র-কিরণ-সুধা-সিঞ্চিত অম্বরে
অশ্রু-সরস মহানন্দে
আমি  পুলকিত কার পরশনে
গন্ধবিধুর সমীরণে।


বোলপুর, ফাল্গুন, ১৩১৬
(গীতাঞ্জলি কাব্যগ্রন্থ)